- Get link
- X
- Other Apps
মন খারাপ করা একটা গান....
কিছু কথা..
অবাক চাঁদের আলোয় দেখ, ভেসে যায় আমাদের পৃথিবী......
আড়াল হতে দেখেছি তোমার,
নিষ্পাপ মুখখানি......
ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়
বুঝিনি কভু সেই মায়া তো আমার তরে নয়......
ভুলগুলো জমিয়ে রেখে বুকের মনি কোঠায়...
আপন মনের আড়াল থেকে........
________ভালবাসব ো তোমায়......
♥তোমার চিরচেনা পথের ওই সীমা ছাড়িয়ে,
এই প্রেম বুকে ধরে আকড়ে ধরে
হয়ত যাবো হারিয়ে......
চোখের গভীরে তবু মিছে ইচ্ছে জড়িয়ে
একবার.... শুধু একটি বার হাতটা দাও বাড়িয়ে......
ডাকবে না তুমি আমায় জানি কোন দিন....
তবু প্রার্থনা তোমার জন্য.... হবে না মলিন.....
হবে না মলিন ...........
হাজার বছর এমনি করে
আকাশের চাঁদটা আলো দেবে.....আমার পাশে ক্লান্ত ছায়া আজীবন রয়ে যাবে.....
তবু এ অসহায় আমি, ভালবাসবো তোমাকে
শুধু যে তোমাকে...... ভালবাসবো তোমাকে......... ..
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment