ভবিষ্যত বাবা মায়েদের জন্য
- Get link
- X
- Other Apps
আর নয় বকাঝকা!
পোষ্টটি ভবিষ্যত বাবা মায়েদের জন্য। জন্মের পর থেকেই মানুষের মস্তিষ্কে
নতুন নতুন কোষ গঠনের একটি প্রক্রিয়া চলমান থাকে। একে বলা হয়
'নিউরোজেনেসিস'। এ সময় পুরনো কোষ ভেঙে নতুন কোষ তৈরি হয়। এ প্রক্রিয়া চলতে
চলতেই একসময় একটি শিশু একজন পরিণত মানুষ হয়ে ওঠে। কিন্তু শৈশব বা উঠতি বয়সে
বকাঝকা, শারীরিক ও মানসিক অত্যচারে এই প্রক্রিয়া নাটকীয়ভাবে বাধাগ্রস্ত
হয়। ফলে এ বয়সের ছেলেমেয়েরা অনেক অস্বাভাবিক আচরণ করতে থাকে।
নিউরোজেনেসিস-প্রক্রিয়ায় বাঁধা তৈরি হয় বলে শিশু ও উঠতি বয়সী ছেলেমেয়েদের
মস্তিষ্ক ঠিকভাবে কাজ করতে পারে না। তাদের দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা
করুন; বেয়াড়া-পনার জন্য আসলে তারা নিজেরা দায়ী নয়-দায়ী তাদের বয়স। শৈশবে বা
টিনএজ বয়সে মানুষের মস্তিষ্ক ঠিকমতো কাজ করে না। তাই বেয়াড়াপনার জন্য আসলে
তাদের দায়ী করা ঠিক হবে না। কাজেই শুধু বকাঝকা না করে অভিভাবকদের
ব্যাপারটি অনুধাবন করে ওই সময়টিতে তাঁদের সন্তানদের ব্যাপারে আরো অনেক বেশি
সহনশীল হতে হবে।
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment